মোঃ আবদুল মোতালেব,স্টাফ রিপোর্টার, সেনবাগ – নোয়াখালী:
সেনবাগ পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মাদ্রাসা ও এতিমখানা ভবনের ৪র্থ তলার শুভ উদ্বোধন আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন বিল্লাহ সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএফ গ্রুপের চেয়ারম্যান ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন এবিএম শাহাদাত হোসেন, ভ্যালিনেক্স গ্রুপের চেয়ারম্যান সেকান্তর আলী মানিক।
এসময় আরো উপস্থিত ছিলেন, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর সিইও লায়ন আবদুল ছাত্তার,
চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, মো. মফিজুর রহমান (ভিপি মফিজ) সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল ওদুদ, বিএনপি নেতা মীর্জা সোলাইমান, সুজন চৌধুরীসহ প্রমূখ।

