মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নিলয় পারভেজ নিরব এবং সাধারণ সম্পদক হিসেবে মনোনীত করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ১১ টায় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন ,সিনিয়র সহ-সভাপতি ইফতেখার কিবরিয়া বিবেক, সহ সভাপতি নাজমুল হাসান রাব্বি, সহ সভাপতি রাজিবুল সালেহ, সহ-সভাপতি সাদিক হাসান শুভ, সহ সভাপতি সালমান শিহাব মুবিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক তামিম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আল শাবাব বিজয়, সাংগঠনিক সম্পাদক তানজির আহমেদ সহ ১২ বিশিষ্ট সদস্যর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

