swadhinshomoy
27th Sep 2025 7:31 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জে তাড়াশের মান্নান নগর নামক এলাকায় বাস চাপায় ইজাব আল মাসুদ (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারী নিহত হয়েছেন।
আজ শনিবার (২৭ সেপ্টম্বর) দুপুর ২ টার
দিকে দ্রুতগামী বাস চাপা দিলে মাসুদ রানা ঘটনাস্থলেই নিহত হোন। তিনি তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের ঘরগ্রামের ইসাহাক আলীর ছেলে এবং ওই ইউনিয়নের স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২.৩০ মিঃ দিকে রাস্তা পারাপারের সময় বনপাড়া থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাস মান্নাননগর চৌরাস্তা এলাকায় ওই ব্যক্তিকে চাঁপা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন।
উপস্থিত লোকজন মূমুর্ষ অবস্থায় তাঁকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক সিরাজুম মুনিরা তাঁকে মৃত ঘোষনা করেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

