সজিব আহমেদ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৮টি ভাড়া ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় ঘর থেকে মালামাল বের করতে গিয়ে রফিকউল্লাহ রহমান (৩৫) নামে এক কারখানা শ্রমিক দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার জামিরদিয়া গ্রামের কলাবাগান এলাকার তোফাজ্জল হোসেনের ভাড়া বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ভালুকা মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নিচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

