মোঃ আবছার হোসেন, বাঘাইছড়ি, রাঙ্গামাটিঃ
রাঙামাটির বাঘাইছড়িতে চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মারিশ্যা জোনের কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি।সভায় উপস্থিত ছিলেন জোনের উপ অধিনায়ক মেজর মুহাম্মদ শাহিন, সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান, ১৩ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক রফিকুল ইসলাম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ূন কবির, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা জামায়াতের আমীর মাও কবির আহম্মদ,উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃআবছার হোসেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী, পৌর জামায়াতের সভাপতি মাওলানা নেয়ামত উল্লাহ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বাঘাইছড়ি উপজেলা সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন সোহেল, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) বাঘাইছড়ি উপজেলা সভাপতি জ্ঞানজীব চাকমা, সাধারণ সম্পাদক জোশি চাকমা, সাংগঠনিক সম্পাদক রুবেল চাকমা, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শান্তি বিকাশ চাকমা, বাঘাইছড়ি দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি জীবন সরকার, প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ সহ বিভিন্ন এলাকার কার্বারি সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
মত বিনিমসভায় বক্তারা বাঘাইছড়ি উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন, বিশেষ করে চলমান দুর্গাপূজা ও খাগড়াছড়ির ঘটনা যেন বাঘাইছড়িতে কোন প্রকার আচ না পড়ে তার জন্য সকল স্তরের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও হেডম্যান – কার্বারীদের ভুমিকা রাখার আহবান জানানো হয়।

