স্টাফ রিপোর্টার: মোঃ ইসমাইল হোসেন:
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ছমির মুন্সির হাট বাজার এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক।রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক সুন্দর সমাজ গড়তে বিএনপির ৩১ দফা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আওয়ামী লীগের দোসর হয়ে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এখন বিদেশে পালিয়ে আছে, তাদের বিচার বাংলার মাটিতেই করা হবে।”কর্মসূচির সময় জয়নাল আবেদীন ফারুক বাজারের ব্যবসায়ী, দোকানদার, অটোরিকশা ও সিএনজি চালক, যাত্রীসহ নারী-পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন।এ সময় উপজেলা বিএনপি, ৬নং কাবিলপুর ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত

