swadhinshomoy
29th Sep 2025 1:07 pm | অনলাইন সংস্করণ Print
আল-আমিন স্টাফ রিপোর্টার:
শেরপুরের নালিতাবাড়ী ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গারো পাহাড় সংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়ন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতভর পৃথকভাবে সীমান্তের ভিন্ন ভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি টহল দল ভারতীয় গরু, কসমেটিক্সসহ বিভিন্ন প্রকার চোরাই মালামাল জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টানা অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় চোরাকারবারিরা সীমান্ত এলাকা থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মালামাল শেরপুর ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা দেওয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে এসব মালামাল হস্তান্তর করা হবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

