মাহবুব হোসেন মেজর,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক হিন্দিতে আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় মরণ নেশা ফেনসিডিল ও মদ উদ্ধার করেন।
গত ২৮/০৯/২৫ ইং তারিখ বিকাল আনুঃ ৩ টায় দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ফেন্সিডিল ২ বোতল, অফিসার চয়েজ ১৬ বোতল,১০ পেকেট অফিসার চয়েজ মদ উদ্ধার করেন।
দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহমান স্থানীয় সাংবাদিকদের জানান,
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ৫ নং ওয়ার্ড দক্ষিণ বাসুদেবপুরের মোঃ লিয়াকত আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেনের বাড়িতে মাদকদ্রব্য বেচাকেনা করে।এ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আব্দুর রহমান,, এসআই জায়েদ আলী জাফরী, এস আই মোছাঃ হীরা, মোঃ গোলাম রব্বানী, মোঃ ইউনুস আলী, সিপাই আল- আমিন, মোঃ বিপ্লব হোসেন, আলি পাশা, মোছাঃ মোবাসারা ও ড্রাইভার আবুল কালাম আজাদের নেতৃত্বে এসব মাদক উদ্ধার করেন।
এসব বিষয়ে মোঃ আনোয়ার হোসেন ৪৪() কে পলাতক আসামি করে হাকিমপুর থানায় একটি মামলার অজু করেন। যার ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণিক ২৪(ক) ও ১৫(ক)।

