মোঃ সিরাজুল ইসলাম রনি,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
“আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই। তবে যদি কোনো দল বা ব্যক্তি গণহত্যার সাথে জড়িত থাকে, তাদের বিচার চাই আমরা।” এ কথা বলেন বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির কাঁঠালিয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডাঃ ইরান আরও বলেন—
“যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতেই হয়, তবে তা আদালতের মাধ্যমে হতে হবে, নির্বাহী আদেশে নয়। অন্যথায় দেশে পুনরায় ফ্যাসিবাদের পুনর্জাগরণ ঘটবে।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—
বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মিরাজ খান, ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলন, সেক্রেটারি মোঃ মামুন হোসেন, যুব মিশনের কেন্দ্রীয় সভাপতি সালমান খান বাদশা, লেবার পার্টির ভান্ডারিয়া পৌরসভা আহ্বায়ক মোঃ জাকির হোসেন, কাউখালী উপজেলার যুগ্ম আহ্বায়ক ডাঃ শহিদুল ইসলাম, কাঁঠালিয়া উপজেলার সমন্বয়কারী মুফতি আরিফ বিন শহীদসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

