সজিব আহমেদ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর পুণ্য তিথিতে ময়মনসিংহের ভালুকা উপজেলা’র বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তাঁরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
গতকাল মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫ তারিখে এই শুভেচ্ছা বিনিময় কার্যক্রম পরিচালিত হয়।
নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস মোস্তাফিজুর রহমান মামুনের
পূজা মণ্ডপ পরিদর্শনকালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য ও ভালুকা উপজেলা বিএনপি’র আহবায়ক সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন তাঁর বক্তব্যে পূজারীদের উদ্দেশে বলেন,
”আপনারা নির্ভয়ে আপনাদের উৎসব উদযাপন করুন। যেকোনো ধরনের নিরাপত্তার প্রয়োজন হলে কিংবা যেকোনো সাহায্যের দরকার হলে, আপনাদের রেজুলেশন খাতায় দেয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও পৌর নেতৃবৃন্দের ফোন নাম্বারে যোগাযোগ করলেই তারা পৌঁছে যাবে আপনার ঠিকানায়।”
তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি সব সময় সকল ধর্মীয় মানুষের পাশে থেকে সম্প্রীতির বার্তা নিয়ে কাজ করে যাচ্ছে।
উপস্থিত ছিলেন যারা
মোস্তাফিজুর রহমান মামুনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কার্যক্রমে উপস্থিত ছিলেন:
কায়সার আহমেদ কাজল ভালুকা উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী।
জাকির হোসাইন রাজু – ভালুকা পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী।
এছাড়াও তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক নেতা সজীব আহমেদ বাবু, মামুন, রবিন, শাহিন, শাহজাহান শেখ, ফরহাদ, কবির, রাকিব, আলামিন, লিখন, যুবদল নেতা শামীম আহমেদ, এবং ছাত্রনেতা অনন্ত ভালুকা ডিগ্রী কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, রাকিব, ও শরীফ আহমেদ ভালুকা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক।
নেতৃবৃন্দের এই পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে এবং সম্প্রীতির বার্তা দৃঢ় করে।

