• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বৃহত্তর নোয়াখালীর ইতিহাস ও ঐতিহ্য 

     swadhinshomoy 
    01st Oct 2025 12:16 pm  |  অনলাইন সংস্করণ Print

    রিয়াজুল ইসলাম, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

    বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের এক ঐতিহ্যবাহী জনপদ হলো নোয়াখালী, যার ইতিহাস সুপ্রাচীন এবং ঐতিহ্য বহুমাত্রিক। প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক উত্থান-পতন ও সাংস্কৃতিক নিজস্বতার মধ্য দিয়ে এ অঞ্চলটি গড়ে উঠেছে। বর্তমান নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলা নিয়ে গঠিত এক সময়ের বৃহত্তর নোয়াখালী এখনো তার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী।

    এই জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া। ত্রিপুরার পাহাড় থেকে নেমে আসা ডাকাতিয়া নদীর ভয়াবহ বন্যা কৃষিজমি ধ্বংস করত। এ সমস্যা সমাধানে ১৬৬০ খ্রিস্টাব্দে একটি বিশাল খাল খনন করা হয়, যা স্থানীয় ভাষায় পরিচিত হয় “নোয়া (নতুন) খাল” নামে। এখান থেকেই নামকরণ হয় নোয়াখালী।
    ১৮২১ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ভুলুয়া জেলা গঠিত হয় এবং ১৮৬৮ সালে আনুষ্ঠানিকভাবে এর নামকরণ হয় নোয়াখালী। মেঘনা নদীর ভাঙনের কারণে সদর বারবার স্থানান্তরিত হয়ে বর্তমানে মাইজদীতে স্থায়ী হয়।

    ওয়াহাবী ও খিলাফত আন্দোলন: ১৮৩০ সালের ওয়াহাবী আন্দোলন ও ১৯২০ সালের খিলাফত আন্দোলনে নোয়াখালীর জনগণের সক্রিয় অংশগ্রহণ ইতিহাসে উজ্জ্বল।

    নোয়াখালী দাঙ্গা (১৯৪৬): দেশভাগের আগে সংঘটিত এ দাঙ্গা ইতিহাসে এক মর্মান্তিক অধ্যায়। শান্তি প্রতিষ্ঠায় মহাত্মা গান্ধী টানা চার মাস নোয়াখালীতে অবস্থান করেন। আজও সোনাইমুড়ির জয়াগ গান্ধী আশ্রম সেই স্মৃতি বহন করছে।

    মুক্তিযুদ্ধ (১৯৭১): নোয়াখালীতে অসংখ্য যুদ্ধ ও গণহত্যার ঘটনা ঘটেছে। সোনাপুর আহমদীয়া স্কুলের যুদ্ধ, বেগমগঞ্জের গোপালপুরের গণহত্যা এবং অন্যান্য সংঘর্ষের মধ্য দিয়ে নোয়াখালী ৭ ডিসেম্বর হানাদার মুক্ত হয়।

    নিঝুম দ্বীপ: বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা দ্বীপ, যা বর্তমানে জাতীয় উদ্যান। শ্বাসমূলীয় বন, হরিণের পাল এবং পাখির অভয়ারণ্যের জন্য খ্যাত।
    বজরা শাহি মসজিদ: মুঘল আমলে নির্মিত ঐতিহাসিক স্থাপত্যশৈলীর এক নিদর্শন।
    কমলা রাণীর দীঘি: স্থানীয় লোককথা ও প্রাচীন সংস্কৃতির প্রতীক।
    অন্যান্য ঐতিহ্য: নোয়াখালী পাবলিক লাইব্রেরি (১৮৯৫ সালে প্রতিষ্ঠিত), জেলা জামে মসজিদ এবং উর্বর চরাঞ্চল।

    নোয়াখালীর মানুষের নিজস্ব আঞ্চলিক ভাষা তাকে অন্য জেলার তুলনায় আলাদা পরিচিতি দিয়েছে। স্বরবর্ণের ভিন্নতা ও বিশেষ শব্দ ব্যবহারের কারণে এ ভাষা অনন্য।
    সংস্কৃতির দিক থেকে গ্রামীণ গান, নৌকাবাইচ, বাউল গান, লোককাহিনী ও প্রবচন আজও এ অঞ্চলের ঐতিহ্যকে জীবন্ত রেখেছে

    অতীতের ভুলুয়া থেকে আজকের নোয়াখালী—এ জনপদ শুধু ভৌগোলিক নয়, রাজনৈতিক সংগ্রাম, প্রাকৃতিক চ্যালেঞ্জ ও সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত দলিল। ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে নোয়াখালী বাংলাদেশের একটি অনন্য জনপদ হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031