শেখ আহাম্মেদ চট্টগ্রাম:
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব রোধে চট্টগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইপিজেড থানার ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে আজ সকাল ৮টায় ব্যাপক মশা নিধন স্প্রে অভিযান অনুষ্ঠিত হয়েছে। দারুসসালাম ও বন্দরটিলা দক্ষিণ ওয়ার্ডের যৌথ উদ্যোগে কসাই গলি থেকে মাজার গলি পর্যন্ত বিস্তৃত এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানের তত্ত্বাবধান করেন দারুসসালাম ওয়ার্ড সভাপতি মিজান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী জনাব মোঃ সাহেদ, তিনি বলেন—
“মানবকল্যাণই আমাদের মূল লক্ষ্য। জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সমাজসেবায় সকলে এগিয়ে আসতে হবে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই আমাদের প্রতিটি সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করতে হবে।”
অভিযানে উপস্থিত ছিলেন বন্দরটিলা দক্ষিণ ওয়ার্ড সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবদুর রহমান ফকির, ইউনিট সভাপতি বাদল, ইউনিট সভাপতি মিজানুর রহমান, ইউনিট সভাপতি শাওনসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
রঙিন ব্যানার, স্লোগান ও বেলুনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয়রা জানান, জামায়াতের এ ধরনের কার্যক্রম ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে এবং জনস্বার্থে অত্যন্ত প্রয়োজনীয়।
নেতৃবৃন্দ জানিয়েছেন, এই কর্মসূচি একদিনের নয়। পরবর্তীতে পুরো ওয়ার্ডে নিয়মিত মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা হবে।

