স্টাফ রিপোর্টার,মোঃ ইসমাইল হোসেনঃ
ফেনী-নোয়াখালী মহাসড়কে বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে ফেনীর দাগনভূঞা উপজেলার ছিলোনিয়া বাজারের লাকী রোডে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, যাত্রীবাহী সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানের উপর উল্টে পড়ে। এরপর পিছন থেকে একটি দ্রুতগামী মিনি পিকআপ বাস ধাক্কা দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা: সামিমারা বেগম (৫০, খুশিপুর), শ্রাবণ (২০, জয়লস্কর ইউনিয়ন), অজ্ঞাত যুবক (২০)
দাগনভূঞা থানা পুলিশ, মহিপাল হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ফেনী-নোয়াখালী সড়কে সুগন্ধা বাস অতিরিক্ত গতিতে চলাচল করে, যা প্রতি বছর দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

