• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সীতাকুণ্ডে সংবাদ সংগ্রহে গিয়ে দুই সাংবাদিকের উপর নৃশংস হামলা 

     swadhinshomoy 
    05th Oct 2025 7:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    শেখ আহাম্মেদ চট্টগ্রাম :

    চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটে যাওয়া রক্তাক্ত সংঘর্ষের পেছনের নেপথ্য কারণ অনুসন্ধানে গিয়ে নৃশংস হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

    আহতরা হলেন এখন টিভির বচট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন আহমদ জিহাদ এবং ক্যামেরাপার্সন মো. পারভেজ। আহত অবস্থায় তাদেরকে সহকর্মীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন।

    জানা গেছে, সম্প্রতি জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে টানা কয়েক দফা সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত সংঘর্ষে একজন নিহত হয় এবং পুলিশ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করে। ওই ঘটনায় নিহতের পেছনের কারণ অনুসন্ধান এবং সন্ত্রাসীদের দৌরাত্ম্য নিয়ে রিপোর্ট করতে রবিবার সকালে ঘটনাস্থলে যান সাংবাদিক হোসাইন আহমদ জিহাদ ও তার ক্যামেরাপার্সন পারভেজ।

    সাক্ষীদের বর্ণনা অনুযায়ী, তারা যখন ঘটনাস্থলে ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহ করছিলেন, তখন সেখানে অবস্থানরত স্থানীয় একদল সন্ত্রাসী অতর্কিতে তাদের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে, সাংবাদিকদের ব্যবহৃত ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে এবং মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

    চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক জিহাদ ও পারভেজ জানান, আমরা শুধু সত্য ঘটনা জানাতে গিয়েছিলাম। এলাকায় যেসব সন্ত্রাসী ভূমি দখল ও আধিপত্য বিস্তারে লিপ্ত, তাদের অপকর্ম প্রকাশ পেয়ে যাওয়ার আশঙ্কাতেই তারা আমাদের ওপর হামলা চালিয়েছে।

    এ ঘটনায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (CUJ), চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) ,চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ), চট্টগ্রাম প্রেস ক্লাব, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (EMJA) সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। সংগঠনগুলো অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছে।

    সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সাংবাদিক মহল মনে করছে, সাম্প্রতিক সময়ে জঙ্গল সলিমপুরে সংঘটিত হত্যাকাণ্ড ও অবৈধ দখলবাজির খবর প্রকাশে বাধা দিতেই সাংবাদিকদের ওপর পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031