swadhinshomoy
06th Oct 2025 6:00 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ তারিকুল ইসলামরামপাল বাগেরহাট:
বাগেরহাট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে স্থাপিত সেনা ক্যাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক সেনা সদস্য সহ দুই জন নিহত হয়েছেন। রবিবার ( ০৫ই আগষ্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সেনা সদস্য আরিফ হোসেন ও সেনা ক্যাম্পে ধোপা মোঃ হাসিব।
পুলিশ ও স্থানীয়রা জানায় দুপুরে সেনা ক্যাম্পের ছাদে কাপড় শুকাতে গিয়ে অসাবধান বসত ধোপা হাসিব বিদ্যুৎ স্পৃষ্ট হন।এ সময়ে তাকে বাচাতে এগিয়ে গেলে সেনা সদস্য আরিফ হোসেন বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে দুজনকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর সেনা ক্যাম্প ও তাপবিদ্যুৎ কেন্দ্রে শোকের ছায়া নেমে আসে।
রামপাল থানার অফিসার ইনচার্জ ( ওসি) আতিকুর রহমান বলেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে সেনা ক্যাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এবং প্রাথমিক তদন্তেজানা গেছে ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎের তারে স্পর্শ লাগায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। তবে সেনাক্যাম্পে যোগাযোগ কর হলে বলা হয় আইএসপিআর এর মাধ্যমে এ সংক্রান্ত বিষয়ে প্রেসরিলিজ দেওয়া হবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

