swadhinshomoy
06th Oct 2025 4:43 pm | অনলাইন সংস্করণ Print
সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার জোয়ালভাঙ্গা চা বাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম আঃ শহীদ (৩৭)। তিনি উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামের ছাবু মিয়ার ছেলে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জানান, আ: শহীদ একজন প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা করেছে। পরে ওই নারী মামলা করলে তিনি এলাকা থেকে পালিয়ে যান। গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে জনতার সহযোগিতায় জোয়াল ভাঙ্গা চা বাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া শহীদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মদ্যপান, নারী নির্যাতন, ধর্ষণসহ একাধিক অভিযোগ রয়েছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

