জাকিয়া সুলতানা,ধর্মপাশা প্রতিনিধি,সুনামগঞ্জ:
সুনামগঞ্জের ধর্মপাশায় চৌকি আদালত প্রাঙ্গণে ৬ অক্টোবর সোমবার সকাল ১০ ঘটিকার সময় স্বামী – স্ত্রীর একটি মামলায় হাজিরা দিতে এসে ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের হেকিম মির্জার ছেলে মোঃ আক্তার হোসেন (৪০) তার স্ত্রী মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের মৃত রহমানের মেয়ে শরীফা আক্তার (২৮) আদালত প্রাঙ্গণে অবস্থান রত অবস্থায় তার স্বামী আক্তার হোসেন পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে, উপস্থিত জনতা তাকে উদ্ধার করে জরুরী ভাবে ধর্মপাশা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ময়মনসিংহ যাওয়ার পথে শরীফা আক্তার মৃত্যু বরন করে,মৃত্যুকালে ৩ বছরের আরবী নামের একটি কন্যা সন্তান রেখে যান।
অন্যদিকে ঘাতক স্বামী আক্তার হোসেন আদালত প্রাঙ্গণ থেকে পালানোর চেষ্টা করলে উপস্থিত জনগণ তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক জানান, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হই এবং আসামীকে আটক করে আদালতে সোপর্দ করেছি।
স্বামী – স্ত্রীর মধ্যে পূর্বের একটি মামলার নির্ধারিত তারিখে এসে আদালত প্রাঙ্গণে উভয় পক্ষ উপস্থিত হলে শরীফার স্বামী আক্তার হোসেন পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটান।

