swadhinshomoy
08th Oct 2025 2:04 pm | অনলাইন সংস্করণ Print
রাজশাহী ব্যুরো হাবিল উদ্দিনঃ
রাজশাহীর বাঘা উপজেলায় কনের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়ায় প্রেমিকের কাছে চিঠি লিখে আত্মহত্যা করেছেন এক নববধু। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে কুষ্টিয়া সদর থানার বটতলী ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের বেল্লাল হোসেনের মেয়ের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেন বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রামের শান্ত শেখের ছেলে রতন আলী শেখের সঙ্গে।
বিয়ের দুই দিন পর নববধু তার বাবার বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি জানান, আর শ্বশুরবাড়ি ফিরে যাবেন না। কিন্তু পরিবারের চাপে পরে আবারও তাকে স্বামীর বাড়িতে পাঠানো হয়।
এরপর সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নববধু হিরা খাতুন (২০) নিজ কক্ষে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। আত্মহত্যার আগে তিনি তার প্রেমিকের উদ্দেশে একটি চিঠি লিখে যান।
চিঠিতে হিরা খাতুন লেখেন- “আমি চলে যাচ্ছি না ফেরার দেশে। আপনারা সবাই ভালো থাকবেন। আমি চেয়েছিলাম আমার প্রেমিক, আমার স্বপ্নের পুরুষের সঙ্গে বিয়ে করে সুখী হতে। কিন্তু সেটা আর হলো না। আমার শেষ ইচ্ছা, আমাকে যেন আমার প্রেমিকের বাড়ির সামনের গোরস্থানে দাফন করা হয়।”
ঘটনার খবর পেয়ে বাঘা থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

