• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিয়ের প্রলোভনে সংসার ভাঙা, এরপর প্রতারণা 

     swadhinshomoy 
    09th Oct 2025 3:57 pm  |  অনলাইন সংস্করণ Print

    আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার:

    মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে দুই জনপ্রতিনিধির প্রেমের সম্পর্ক এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ইউনিয়ন পরিষদের দুই সদস্য—চৈতী আক্তার ও আজম আলীর ঘনিষ্ঠ সম্পর্ক শেষ পর্যন্ত গড়িয়েছে আদালতে। বিয়ের আশ্বাসে স্বামীকে ডিভোর্স দেওয়ার পর প্রতারণা ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন নারী সদস্য চৈতী আক্তার।

    বিয়ের আশ্বাসে ডিভোর্স
    নবগ্রাম ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) চৈতী আক্তার সম্প্রতি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আজম আলীর বিরুদ্ধে।
    আদালত অভিযোগের তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

    চৈতী আক্তার জানান, তিনি দুই সন্তানের জননী এবং তার স্বামী প্রবাসে কর্মরত। অপরদিকে অভিযুক্ত আজম আলী তিন সন্তানের জনক। একই ইউনিয়নের সদস্য হিসেবে সরকারি প্রকল্প ও উন্নয়নমূলক কাজে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে দুই বছর আগে ঘনিষ্ঠতা তৈরি হয়।

    তার অভিযোগ, আজম আলী একপর্যায়ে তাকে বিয়ের প্রলোভন দেখান। বলেন, “তুমি তোমার স্বামীকে ডিভোর্স দাও, আমিও আমার স্ত্রীকে ডিভোর্স দেব, তারপর আমরা বিয়ে করব।”
    আজম আলীর আশ্বাসে বিশ্বাস করে গত ২৭ জুলাই স্বামীকে ডিভোর্স দেন চৈতী আক্তার।

    প্রতারণা ও নির্যাতনের অভিযোগ
    চৈতী জানান, ডিভোর্সের পর আজম আলী তার বাবার বাড়িতে রাতযাপনও করেন। কিন্তু পরে বিয়ের বিষয়ে চাপ দিলে আজম আলী নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান।
    তার দাবি, এরপর আজম আলী তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন এবং চরিত্র নিয়ে অপবাদ ছড়ান।

    চৈতী আক্তার বলেন,
    “আজম আলীর প্ররোচনায় আমি সংসার ভাঙলাম। এখন তিনি উল্টো আমার মান-সম্মান নষ্টের চেষ্টা করছেন।”

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে আজম আলী বলেন,
    “দেখি বিষয়টি কী করা যায়। এখন মোটরসাইকেলে আছি, পরে কথা বলব।”

    প্রশাসনের বক্তব্য
    নবগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক ও মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন বলেন,

    “বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।”

    জনমনে তোলপাড়
    এ ঘটনায় পুরো নবগ্রাম ইউনিয়নে চলছে তুমুল আলোচনা। কেউ একে তাদের ব্যক্তিগত বিষয় বলে মনে করলেও অনেকেই এটিকে জনপ্রতিনিধিদের নৈতিকতার প্রশ্ন হিসেবে দেখছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031