• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নালিতাবাড়ীতে পিডিবি’র তার চুরি করতে গিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের ৯জন গ্রেফতার 

     swadhinshomoy 
    15th Sep 2025 7:33 pm  |  অনলাইন সংস্করণ Print

    আল-আমিন স্টাফ রিপোর্টারঃ

    বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর আওতাধীন চলমান প্রকল্পের প্রায় অর্ধকোটি টাকা মূল্যের তার চুরি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ওই প্রকেল্পর কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের ৯ কর্মচারী-কর্মকর্তা।

    ১৪ সেপ্টেম্বর রোববার ভোররাতে শেরপুর জেলার নালিতাবাড়ী শহরের কালিনগর বাইপাস এলাকায় ঠিকাদারী প্রতিষ্ঠানের ভাড়া নেওয়া ডিপো থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ২ ড্রাম তার, একটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ফরহাদ (৩০), রফিকুল ইসলাম (৪৪), শাকিল (২০), রঞ্জু (২৫), মোবারক (৩৪), তৈয়ব আলী (৩২), সিয়াম হাসান (১৯), আব্দুস সাত্তার (৩০) ও মোফাজ্জল হোসেন (২২)।

    সূত্র জানায়, পিডিবি’র আওতায় উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনের কাজ করছিল ঠিকাদারী প্রতিষ্ঠান এমআরএম এন্টারন্যাশনাল। ঢাকার পান্থপথে থাকা প্রতিষ্ঠানটির কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও বছরের শুরুতেই শেষ হয়ে যায়। বর্তমানে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে তারপর উদ্বৃত্ত নতুন ক্যাবল বা তার এবং পুরনো ক্যাবল পিডিবি’র কাছে হস্তান্তরের কথা রয়েছে।

    কিন্তু ওইসব ক্যাবল গোপনে সরিয়ে ফেলতে ঠিকাদারী প্রতিষ্ঠান গোপনে তাদের কর্মকর্তা ও কর্মচারীদের মাধ্যমে রোববার ভোররাতে চেষ্টা চালাচ্ছিল। জনৈক হুমায়ুন কবীর হিমেলের জায়গা ভাড়ায় নেওয়া ডিপো থেকে লাইট অফ করে উদ্বৃত্ত ২৪ ড্রাম নতুন ক্যাবল ট্রাকে লোডের চেষ্টা করা হচ্ছিল। দুই ড্রাম ট্রাকে উঠানোর পরই স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকে লোড করা দুই ড্রাম কেবল ও একটি ট্রাক এবং একটি পিকআপসহ জড়িত ৯ জনকে আটক করে।

    এদিকে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দুপুরে থানায় এলেও তারা মামলা করতে অপারগতা প্রকাশ করেন। একপর্যায়ে পুলিশের চাপে ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে আসাদুজ্জামান বাদী হয়ে অভিযোগ দাখিল করেন। পরে মামলা গ্রহণ করে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

    এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের অপর প্রতিনিধি শাওন জানান, দুর্বৃত্তরা তাদের অগোচরে ক্যাবল চুরির চেষ্টা করছিল। জড়িতরা তাদের প্রতিষ্ঠানের নিয়োগকৃত- এমন বিষয়ে জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি।

    তবে গ্রেফতারকৃত শ্রমিকরা জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যাবস্থাপকের নির্দেশে তারা ক্যাবলগুলো ভালুকায় নিতে যাচ্ছিলেন।

    নালিতাবাড়ী আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন জানান, ক্যাবলগুলো পিডিবি’র সম্পদ। চুরি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। উদ্বৃত্ত ক্যাবল যথাযথ নিয়ম মেনে প্রকল্প অফিসে জমা দেওয়ার নিয়ম রয়েছে।

    নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, ক্যাবলগুলো চুরির উদ্দেশ্যেই যথাযথ প্রক্রিয়া মেনে জমা না দিয়ে ভোররাতে গোপনে সড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। খবর পেয়ে আলামতসহ জড়িত ৯ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930