মোঃ শাহজালাল বরগুনাঃ
দায়িত্ব পালনে অনিয়ম ও আসামির প্রতি অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক বশির আলমসহ ৬ পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। এর মধ্যে এটিএসআই মো: মামুন বিশ্বাসসহ চার কনস্টেবলকে পুলিশ লাইন্সে এবং পরিদর্শক বশির আলমকে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।
ঘটনার পর এডিশনাল এসপি মোঃ জহুরুল ইসলাম হাওলাদারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে।
ভিডিও ফুটেজে দেখা যায়— সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন ও যৌতুক মামলাসহ একাধিক অভিযোগে গ্রেফতার আমতলী পৌর যুবলীগ সভাপতি আরিফ-উল হাসানকে পুলিশ ব্যারাকে ভাত খাওয়ানো হচ্ছে। এসময় দু’জন নারী, দু’জন পুরুষ ও এক শিশুর পাশাপাশি কোর্ট পরিদর্শক বশির আলমকেও দেখা যায়।
ঘটনার ভিডিও প্রচারের পরই বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে দ্রুত এ ব্যবস্থা নেওয়া হয়।
বরগুনা পুলিশ সুপার মোঃ আল মামুন শিকদার জানান,তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
SOT:
মোঃ আল মামুন শিকদার,
পুলিশ সুপার, বরগুনা।

