গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় চাঁদাবাজীর অভিযোগে রাজনৈতিক দলের দুই নেতাকে আটক করেছে পুলিশ।১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরের পর নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার তাঁর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।তিনি এসংবাদ সম্মেলনে বলেন,নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মোঃ হাবিবুল্লাহ’র স্ত্রী মোছাঃ মুসফিকা নাজনীন,সদর উপজেলার প্রানী সম্পদ হাসপাতালে ভেটেনারী লাইফ স্টক ফিল্ড এ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত রয়েছেন।সম্প্রতি আরিফ ও ফরহাদ ওরফে সোভন নামের দুই যুবক নিজেদের গণ-অধিকার পরিষদ নেতা পরিচয় দিয়ে প্রানী সম্পদ হাসপাতালে গিয়ে নাজনীনকে আওয়ামীলীগের ট্যাগ দিয়ে তাকে, বিভিন্ন হুমকি-ধমকি দেয়াসহ চাঁদা দাবী করে।পরবর্তীতে মুঠোফোনেও চাঁদার টাকার জন্য চাপ সৃষ্টি করে।তাদের চাঁদাদাবীর চাপে অতিষ্ঠ হয়ে মুসফিকা নাজনীন এবিষয়টি তার চাচাতো ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা মোঃ রতনকে জানায়।রতন আরিফের নিকট মুঠোফোনে তার বোনের কাছে চাঁদাদাবীর বিষয়ে জানতে চায়।এ-সময় আরিফ সামনা-সামনি দেখা করতে বলে এবং গত ১৭ সেপ্টেম্বর আসামীরা রতনকে ফোনে নওগাঁ শহরের লিটন ব্রীজের নিচে চায়ের দোকানে ডেকে নেয়।সেখানে আরিফ, রতনকে জানায়,২০২২ সালে রাজনৈতিক কারণে তার বাবাকে মারপিটের ঘটনা ঘটে। ওই মারপিটের ঘটনায় মুসফিকা ও তার বাবার বিরুদ্ধে মামলা দিবে এবং এমামলায় তার চাকরির ক্ষতি হবে বলে ভয় দেখায়।এই মামলা থেকে তার নাম বাদ দিতে চাইলে তাদেরকে ১ লক্ষ ২৮ হাজার টাকা চাঁদা দিতে হবে মর্মে তাকে বোঝায় এবং বিভিন্ন ভয়ভীতি দেখায়।এসময় উভয়ের মধ্যে কথপোকথনের এক পর্যায়ে ৭০ হাজার টাকা নগদ দাবী করে আরিফ ও শোভন।চাঁদার এ টাকা নেয়ার জন্য ওইদিন সন্ধ্যা সোয়া ৭ দিকে আসামীরা চন্ডিপুর ইউনিয়নের শিমুলিয়া উত্তরপাড়া গ্রামের এনামুলের মুদির দোকানে যায়।সেখানে মুসফিকারের চাচাত ভাই রতন তৎক্ষনাৎ তাদের ১০ হাজার টাকা দিতে চায় এবং বাঁকী ৬০ হাজার টাকা পরে দিতে চাইলে ওই দু’জন তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং চিৎকার করে বিভিন্ন হুমকি-ধমকি দিতে থাকে।খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানার এস আই আব্দুলাহ আল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়।এসময় উপস্থিত লোকজনের সামনে ওইদুজন চাঁদা দাবীর কথা স্বীকার করলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এঘটনায় ওই নারী তাদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামালা দায়ের করে। এ মামলায় আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।এ সংবাদ সম্মেলনে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

