নুর মোহাম্মদ কাকা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতা, সাবেক ছাত্রদলের সভাপতি ও সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জননেতা আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে নরসিংদীর মনোহরদি এলাকায় মাদ্রাসার মাঠে এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এছাড়া ও আরো পৃথক তিনটি স্থানে জন সমাবেশ করেন।
উঠান বৈঠকে এবং জনসমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তব্যে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও ন্যায্য অধিকার রক্ষার জন্য বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে এবং থাকবে।”
তিনি আরও উল্লেখ করেন যে, জনগণই ক্ষমতার উৎস, তাই তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। উন্নয়ন, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।
উঠান বৈঠকে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। এলাকাজুড়ে এ আয়োজনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

