• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করুন, নারীদের রক্ষা করুন: মেয়র ডা. শাহাদাত 

     swadhinshomoy 
    02nd Oct 2025 2:56 pm  |  অনলাইন সংস্করণ Print

    রেজাউল মোস্তফা, চট্টগ্রামঃ

    চট্টগ্রাম নগরীতে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে শোভাযাত্রা।ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানমালা আজ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে চট্টগ্রামে শুরু হয়েছে।চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের নেতৃত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ছাড়াও এই সচেতনতা কার্যক্রমে সম্পৃক্ত হয়েছে বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিকাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়া। আজ সকাল ১১টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এক শোভাযাত্রার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। শোভাযাত্রাটি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যাত্রা শুরু করে জিইসি মোড়স্থ বিএমএ ভবনে শেষ হয়। শোভাযাত্রায় দৈনিক আজাদী সম্পাদক জনাব এম.এ মালেক, দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ জসিম উদ্দিন, উপ-অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, সিএসসিআর এর চেয়ারম্যান ডাঃ খুরশীদ জামিল চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোরসেদুল করিম চৌধুরী, পিজিএস একাডেমিয়ার চেয়ারম্যান অধ্যাপক ডাঃ খন্দকার এ.কে আজাদ, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিত চৌধুরী, অধ্যাপক ডাঃ মোঃ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক ডাঃ গোফরানুল হক, অধ্যাপক ডাঃ ইমরান বিন ইউনুস, অধ্যাপক ডাঃ এস.এম. তারেক, দৈনিক আজাদীর প্রধান বার্তা সম্পাদক জনাব হাসান আকবর, অধ্যাপক ডাঃ সৈয়দ আহমদ, ডাঃ একরামুল হক, অধ্যাপক ডাঃ সাজ্জাদ মোঃ ইউসুফ, ডাঃ সাকেরা আহমেদ, ডাঃ নাজমা মাহবুব, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকতা-কর্মচারী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের সদস্যবৃন্দ, সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়ার সদস্যবৃন্দ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। দুপুর ০১:৩০ মিনিটে বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও কনসালটেশন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান সিএসসিআর এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সিএসসিআর এর চেয়ারম্যান ডাঃ খুরশীদ জামিল চৌধুরী’র সভাপতিত্বে এই অনুষ্ঠানে মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিএসসিআর এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোরসেদুল করিম চৌধুরী।
    উক্ত কার্যক্রমের আওতায় অক্টোবর মাসব্যাপী প্রতি শনিবার, সোমবার ও বুধবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও কনসালটেশন কার্যক্রম চলবে। এই কার্যক্রমে নিবন্ধিত রোগীদের প্রয়োজনীয় পরীক্ষাসমূহের শতকরা ৫০ ভাগ ছাড় দেওয়া হবে। নিবন্ধনের জন্য সিএসসিআর এর ২য় তলায় অবস্থিত হেল্প ডেস্কে যোগাযোগ করতে হবে। স্ক্রিনিং কার্যক্রমের প্রথম দিনে আজ ১ অক্টোবর সর্বমোট ৩৫ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ডাঃ সায়রা বানু শিউলি এর নেতৃত্বে ৫ (পাঁচ) সদস্যের চিকিৎসক দল এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ শাহাদাত হোসেন বলেন, ব্রেস্ট ক্যান্সার সচেতনতার এই ধরনের উদ্যোগ ইতোপূর্বে গ্রহণ করা হয় নাই। তিনি বলেন, এ ধরনের সচেতনতা শুধুমাত্র নারীদের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। পুরুষদেরও পূর্ণমাত্রায় নারীদের পাশে থেকে ব্রেস্ট ক্যান্সার রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সচেতনতা মাস উপলক্ষ্যে মাসব্যাপী চট্টগ্রামে যে বিশাল কর্মকান্ড শুরু হয়েছে সেটা সারা দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031