মাসুমাবাদে অ্যাডভোকেট জুবায়ের আহমেদের মাল্টাবাগান । নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মাসুমাবাদ গ্রামে প্রকৃতি ও শ্রমের এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছেন আইনজীবী অ্যাডভোকেট জুবায়ের আহমেদ। আদালতের ব্যস্ত সময়ের পাশাপাশি তিনি শখের বশে শুরু করেছিলেন ফল চাষ। বর্তমানে সেই শখই রূপ নিয়েছে এক অনন্য বাগানে, যা এলাকাবাসীর কাছে পরিচিত “আলী হোসেন মাল্টাবাগান” নামে।
প্রায় ৫০ শতাংশ জমির উপর বিস্তৃত এই বাগানে রয়েছে নানান প্রজাতির ফলগাছ—মাল্টা, সুবেদা, আম, আনার, ডালিম, লেবু, পেঁপে, বরই, আমলকী, লটকন, ভিয়েতনামি নারকেল, ড্রাগন ফল ,বাউকুল ,কমলা সহ আরও বিভিন্ন ফল। ফলের বৈচিত্র্য ও পরিচর্যার কারণে বাগানটি দিন দিন সমৃদ্ধ হচ্ছে।
অ্যাডভোকেট জুবায়ের আহমেদ বলেন,
“আইনজীবী হিসেবে আদালতে আমি যেমন ন্যায়ের জন্য কাজ করি, তেমনি প্রকৃতির কাছেও আমার একটি দায়বদ্ধতা রয়েছে। গাছপালা আমাকে মানসিক শান্তি দেয়। আশা করি আমার এই বাগান দেখে অন্যরাও অনুপ্রাণিত হবেন এবং পতিত জমিকে কাজে লাগাবেন।”
স্থানীয়রা জানান, এই বাগান কেবল ফল উৎপাদনের ক্ষেত্র নয়, বরং পরিবেশ রক্ষা ও সবুজায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
কৃষি কর্মকর্তারা বলছেন, অ্যাডভোকেট জুবায়ের আহমেদ একজন সফল আইনজীবীর পাশাপাশি এখন উদ্যোক্তা হিসেবেও দৃষ্টান্ত তৈরি করেছেন। তার এই উদ্যোগ আগামী প্রজন্মকে কৃষি ও প্রকৃতি প্রেমে উদ্বুদ্ধ করবে।

