গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে শারদীয় দুর্গোৎসবের দশমীর দিন আত্রাই নদীতে বাইচের সময় নৌকা থেকে জলে পড়ে যাওয়া রনি হালদার (১৪) নামে এক কিশোরের মরদেহ ৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় উদ্ধার হয়েছে।২ অক্টোবর বৃহস্পতিবার দুপুর থেকে উপজেলার আত্রাই নদীতে প্রায় অর্ধশত দুর্গা প্রতিমা নৌকায় তুলে উপজেলার আত্রাই নদীতে বাইচ শুরু হয়।বিকেল ৫ টার দিকে বাইচে অংশ নেয়া একটি নৌকা থেকে রনি হালদার জলে পড়ে নিখোঁজ হয়।এ সময় ফায়ার সার্ভিসের ডুবুরি দল রনিকে উদ্ধারে অভিযান শুরু করে। তবে নিখোঁজের ২৪ ঘন্টা পর উপজেলা সদরের আত্রাই নদীর বেইলী ব্রীজ সংলগ্ন এলাকায় রনির মৃতদেহ ভেসে উঠে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রনজিত হালদারে একমাত্র পুত্র।রনির পিতা রনজিত হালদার জানায়, দুর্গাপূজা উপলক্ষে দশমীর এক দিন আগে উপজেলার কুঞ্জবন গ্রামে তার পিশির বাড়ি সে এসেছিল।

