মোঃ আবদুল মোতালেব,স্টাফ রিপোর্টার সেনবাগ -নোয়াখালীঃ
সাবেক বিরোধীদলীয় চীফ-হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা–জয়নুল আবেদিন ফারুক ঢাকা থেকে নোয়াখালী আসারপথে সাইনবোর্ড বাসস্ট্যান্ডে সড়ক দূর্ঘটনার শিকার হয়েছেন। অল্পের জন্য তিনি ও তার সফর সঙ্গীদের আল্লাহপাক রাব্বুল আলামিন রক্ষা করেছেন।
সকাল ১০ টায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ী বর্ষিয়ান রাজনীতিক নেতা জয়নুল আবেদিন ফারুক কে বহনকরী গাড়ীর সাথে সংঘর্ঘ হয়। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গত দুই বছর আগেও জয়নাল আবদিন ফারুক নোয়াখালী আসার পথে তাহার নির্বাচনী এলাকা সেনবাগ সেবার হাট বাজারের পশ্চিম পাশে একেই কায়দায় পিছন দিক থেকে এসে চাপা দিতে চাইলে তাহার গাড়ির ড্রাইভার লুকিং গ্লাসে দেখতে পেয়ে রাস্তার সাইডে কাঁচা মাটিতে নিয়ে গেলে তার ব্যক্তিগত গাড়িটির ক্ষতি হলেও আল্লাহ তায়ালা জয়নুল আবেদিন ফারুক কে সুস্থভাবে রক্ষা করেন।
আজকেও একই কায়দায় তার গাড়ীকে পিছন দিক থেকে ধাক্কা দেওয়া হয়।
এটি দুর্ঘটনা না কি বর্সীয়ান এ রাজনৈতিক নেতাকে হত্যার কোন পরিকল্পনা?
সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নুল আবেদিন ফারুক সাহেব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন সেনবাগের মানুষের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আমি সুস্থ আছি।

