নুর মোহাম্মদ কাকাঃ
দেশ আমাদের, জানতে এবং অন্যকে জানাইতে হবে আমাদের। তবেই এগিয়ে যাবে সত্যের আলোর দিশারী।
বাংলাদেশের প্রাণভূমি গ্রাম, আর শহর হলো উন্নয়নের প্রাণকেন্দ্র। এই দুই প্রান্তের মধ্যে রাজনীতির আদান-প্রদান আমাদের সমাজকে যেমন এগিয়ে নেয়, তেমনি কখনো কখনো অশান্তির আগুনও জ্বালিয়ে দেয়। বাস্তব অভিজ্ঞতা স্পষ্ট করে বলছে—শহরের রাজনীতি গ্রামে পৌঁছালে উন্নয়ন ঘটে, কিন্তু গ্রামের রাজনীতি শহরে প্রবেশ করলে সৃষ্টি হয় অশান্তি।
শহরের রাজনীতি গ্রামে আসলে:- শহর সব-সময় উন্নয়ন ও পরিবর্তনের কেন্দ্র। প্রশাসনিক দপ্তর, নীতি-নির্ধারণী প্রতিষ্ঠান, উচ্চশিক্ষা ও স্বাস্থ্যসেবা—সবই শহরকেন্দ্রিক। কিন্তু শহরের এই রাজনীতি যখন গ্রামে পৌঁছায়, তখন তা উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করে।
বর্তমানে গ্রামে যে পাকা রাস্তা, সেতু, বিদ্যুৎ সংযোগ ও ইন্টারনেট পৌঁছেছে, তার মূল চালিকা শক্তি শহরের রাজনৈতিক প্রতিশ্রুতি। গ্রামের স্কুল-কলেজ, কমিউনিটি ক্লিনিক কিংবা নারী উন্নয়ন কর্মসূচি শহরের রাজনৈতিক চেতনা থেকেই গ্রামে প্রবাহিত হয়েছে। এমনকি বাল্যবিয়ে প্রতিরোধ কিংবা নারীর শিক্ষা প্রসারও এসেছে শহর থেকে শেকড় গেড়ে থাকা রাজনৈতিক আন্দোলনের প্রভাবে।
অর্থাৎ, শহরের রাজনীতি গ্রামে পৌঁছানো মানে উন্নয়নের বীজ বপন।
গ্রামের রাজনীতি শহরে আসলে কিন্তু এর উল্টো চিত্রও আছে। গ্রামের রাজনীতি অনেকাংশেই ব্যক্তি-কেন্দ্রিক ও প্রতিহিংসাপূর্ণ। দুই পক্ষের আধিপত্য বিস্তারের লড়াই, মামলা-মোকদ্দমা কিংবা মারামারি গ্রামীণ সমাজে নিত্যদিনের চিত্র। এই সংস্কৃতি যখন শহরে পৌঁছায়, তখন সেখানে সৃষ্টি হয় অশান্তি।
শহরের শ্রমিক সংগঠন, ছাত্র রাজনীতি কিংবা ব্যবসায়ী মহলে গ্রামীণ ধাঁচের এই রাজনীতির প্রভাব পড়লে সংঘর্ষ, দাঙ্গা, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটে। শিক্ষাঙ্গন সন্ত্রাস, সেশনজট, দলীয় বিভাজন—এসবই মূলত গ্রামের প্রতিহিংসামূলক রাজনীতির শহরে প্রবেশের ফলাফল।
ফলে শহরের উন্নয়ন স্থবির হয়, সমাজে নেমে আসে অস্থিরতা।
সমাধানের জন্য আমাদের করণীয় হলো-শহরের পরিকল্পনামূলক রাজনীতি গ্রামে ছড়িয়ে দেওয়া, যাতে উন্নয়ন নিশ্চিত হয়। একইসাথে গ্রামের প্রতিহিংসাপূর্ণ রাজনীতি শহরে ছড়িয়ে পড়া রোধ করতে হবে। এর জন্য দরকার—
রাজনৈতিক শিক্ষার প্রসার
স্থানীয় সরকারকে শক্তিশালী করা
দলে ভেতরে গণতান্ত্রিক চর্চা বাড়ানো
তরুণ সমাজকে ইতিবাচক রাজনীতিতে সম্পৃক্ত করা
সর্বোপরি মূল কথা শহরের রাজনীতি গ্রামে পৌঁছানো মানেই উন্নয়ন, কিন্তু গ্রামের রাজনীতি শহরে পৌঁছানো মানেই অশান্তি। তাই আমাদের উচিত রাজনৈতিক সংস্কৃতিকে এমনভাবে রূপান্তর করা, যাতে দুই প্রান্তই উপকৃত হয়। উন্নয়ন আর শান্তি—দুটোই যে এখন সময়ের দাবি।

