নুর মোহাম্নদ কাকা:
শরীয়তপুর জেলার জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম সহ প্রধান উপদেষ্টা ডাঃ ইউনুসকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে গত ৩ জানুয়ারি ২০২৫ তারিখে।
ওসি মহোদয়ের সাথে কথা বলে জানা যায়, তিনি এ বিষয়ে গুরুতর আশঙ্কা অনুভব করায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর—৯৫/৩-১০-২৫।
তিনি আরও জানান, হুমকির বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং হুমকিদাতাকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানার পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে স্থানীয়রা জানান, ওসি মাইনুল ইসলাম একজন সৎ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে এলাকায় সুনাম অর্জন করেছেন। তার বিরুদ্ধে এ ধরনের প্রাণনাশের হুমকি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।ওসি মাইনুল ইসলাম ও প্রধান উপদেষ্টা ডাঃ ইউনুসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল।

